গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ব্যাচ-০৩ এর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মিরাজ ইসলাম:- ঢাকা, ৩ জুন ২০২৫বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হলো “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক কর্মশালা ও সেমিনার।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় গণমাধ্যমের নৈতিকতা, সংবাদ পরিবেশনের আদর্শ এবং অপ-সাংবাদিকতা রোধে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।

কর্মশালার আলোচনায় সাংবাদিকতা পেশায় নৈতিক মানদণ্ড রক্ষা, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা ও গণমাধ্যম আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালা শেষে একটি সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

ব্যাচ-০৩-এর একজন অংশগ্রহণকারী হিসেবে প্রতিবেদক নিজেও এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।

তিনি জানান, “এ ধরনের কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক সাংবাদিকতার চর্চায় আমাদের আরও উদ্বুদ্ধ করে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *