মিরাজ ইসলাম:- ঢাকা, ৩ জুন ২০২৫বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হলো “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক কর্মশালা ও সেমিনার।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় গণমাধ্যমের নৈতিকতা, সংবাদ পরিবেশনের আদর্শ এবং অপ-সাংবাদিকতা রোধে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।
কর্মশালার আলোচনায় সাংবাদিকতা পেশায় নৈতিক মানদণ্ড রক্ষা, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা ও গণমাধ্যম আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালা শেষে একটি সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
ব্যাচ-০৩-এর একজন অংশগ্রহণকারী হিসেবে প্রতিবেদক নিজেও এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।
তিনি জানান, “এ ধরনের কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক সাংবাদিকতার চর্চায় আমাদের আরও উদ্বুদ্ধ করে।”