📍 কুড়িগ্রাম প্রতিনিধি, ৩ জুন ২০২৫বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় নিবন্ধিত শিশুদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) মাদার তেরেসা শিশু বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে শিশু ও যুব ফোরাম, কুড়িগ্রাম সদর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রাম অফিসের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সঞ্জিব গাইন, মাদার তেরেসা স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা রেশমা, স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি এবং এডমিন ও ফাইন্যান্স অফিসার পলাশ রায়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ১৬০ জন শিশুর হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় মাঠে প্রতীকীভাবে আম গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণে শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।