কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম, ৩ জুন:ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে নিবন্ধিত শিশুদের মনিটরিং ও বার্ষিক উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় পলাশবাড়ী রোডের ত্রিমোহনী সংলগ্ন অফিসে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সঞ্জিব গাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার তেরেসা স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা রেশমা, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি এবং এডমিন ও ফাইন্যান্স অফিসার পলাশ রায়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মাঝে বার্ষিক উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়।

গত ২৯ মে থেকে শুরু হয়ে আজ ৩ জুন পর্যন্ত সদর উপজেলার প্রায় ৭৫০ জন শিশুর মাঝে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ইউএনও সাঈদা পারভীন অভিভাবকদের উদ্দেশ্যে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানান।
এ ধরনের কর্মসূচি শিশুদের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।