কুরবানি ও হজ উপলক্ষে জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- আজ সোমবার (২ জুন ২০২৫) বাদ যোহর ২:৩০টায় জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া, কাওরান বাজার, ঢাকায় কুরবানি ও হজ বিষয়ক একটি আলোচনা ও বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক বেলায়েত হোসাইনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

আলোচনায় কুরবানির তাৎপর্য ও হজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইসলামের সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো নিয়েও আলোচনা হয়।অনুষ্ঠানের আয়োজন করা হয় আম্বরশাহ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *