নিজস্ব প্রতিবেদকঃ- অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা। রোববার (১ জুন ২০২৫) পরিচালিত এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত দুর্বৃত্ত। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)।
মোহাম্মদপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।