কোতয়ালী থানার সাঁড়াশি অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১৫ অপরাধী

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১ জুন ২০২৫) থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করা হয়। কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত সক্রিয় অপরাধী।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:-
১. আমানুল্লাহ ওরফে আমান (৬০), ২. মো. শাকিল উদ্দিন (৩০), ৩. মো. মুন্না মিয়া (২৯), ৪. মো. গাজী ইয়ামিন (৪৫), ৫. আপন (৩২), ৬. রবিউল (২৮), ৭. মাসুম পারভেজ (৪০), ৮. মো. সাখাওয়াত হোসেন ওরফে শুভ আহমেদ (৩০), ৯. মো. তায়েব (২১), ১০. মো. আমিন বেপারী (২০), ১১. শান্ত (১৯), ১২. মো. নুরুল ইসলাম ওরফে কাদির (৫৫), ১৩. মো. রায়হান ফেরদৌস রনি (৪২), ১৪. মো. রাশেদুল আলম (৪৮), ১৫. মো. নিজাম উদ্দিন (৪০)।

থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *