কুড়িগ্রামে নজরুল জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল-ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি | ০১ জুন ২০২৫, কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ।

রোববার (১ জুন) বিকেলে কুড়িগ্রাম পৌর এলাকার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখশানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, উপজেলা শিক্ষা অফিসার এন.এম শরিফুল ইসলাম খন্দকারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের একটি কক্ষে ‘নজরুল চর্চা কেন্দ্র’ এবং ‘ভাওয়াইয়া চর্চা কেন্দ্র’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। স্বপ্ন দেখবে—আকাশ জয় করছো, সাগর জয় করছো, বিশ্ব জয় করছো। কখনো অন্যায় করবে না, আর অন্যায়কে প্রশ্রয়ও দেবে না।”

সারা অনুষ্ঠানজুড়ে ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ হন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *