নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন ব্যাংকে আগামীকাল সোমবার, ২ জুন থেকে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট। সাধারণ মানুষ এসব নোট নির্দিষ্ট ব্যাংক শাখা থেকে সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘জুলাই বিপ্লব’-এর পর প্রচলিত টাকায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার প্রতিকৃতি সংবলিত নতুন নোট ছাপা হয়েছে। আজ রবিবার, ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও কিছু নির্ধারিত ব্যাংকের লোকাল অফিসে সীমিত আকারে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।
তবে চাহিদার তুলনায় মুদ্রণের পরিমাণ কম হওয়ায় রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে ঈদের আগ পর্যন্ত এই নতুন নোট সরবরাহ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যে ১০টি ব্যাংক নতুন নোট পাচ্ছে
আজ যে ব্যাংকগুলো নতুন নোট পেয়েছে, সেগুলো হলো:
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
আগামীকাল থেকে অন্যান্য ব্যাংকেও এই নোট সরবরাহ শুরু হবে। তবে কোন ব্যাংকের কোন শাখা নতুন নোট বিতরণ করবে, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংক নিজেই নেবে।
নতুন নোটের বিবরণ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন নোটগুলো শতভাগ সুতি কাগজে ছাপা হয়েছে এবং প্রত্যেকটিতে জলছাপে বেঙ্গল টাইগারের মুখ ব্যবহার করা হয়েছে।
- ১,০০০ টাকা:
- রং: বেগুনি
- সামনে: সাভারের জাতীয় স্মৃতিসৌধ
- পেছনে: জাতীয় সংসদ ভবন
- ব্যাকগ্রাউন্ড: প্রস্ফুটিত শাপলা ফুল
- ৫০ টাকা:
- রং: গাঢ় বাদামি
- সামনে: আহসান মঞ্জিল
- পেছনে: শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’
- ২০ টাকা:
- রং: সবুজ
- সামনে: কান্তজিউ মন্দির
- পেছনে: পাহাড়পুর বৌদ্ধবিহার
টাকার সংকট ও নতুন ছাপানোর পটভূমি
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ববর্তী নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকায় সেগুলো বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে টাকার ঘাটতি ও পুরোনো নোটের জটিলতা তৈরি হয়। বাজারে ছেঁড়াফাটা ও ময়লা নোটের আধিক্য দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের আগে সর্বোচ্চ ২০০ কোটি টাকার নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে, যার বড় অংশ ব্যাংকগুলোকে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকেও এই নোট বিনিময় করা হবে।
তবে বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।