নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
👥 গ্রেফতারকৃতরা:
১। আকিব হোসেন আলতাফ (২০)
২। মোঃ আল আমিন (২৫)
৩। মোঃ মিলন (২৩)
📍 অভিযান স্থান: বাবু বাজার, কোতয়ালী, ঢাকা
🕘 সময়: শুক্রবার, ৩০ মে ২০২৫, রাত ৯:১০ মিনিট
👮 অভিযান ও জব্দ:
গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের।
🔸 উদ্ধার: তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন
📌 তথ্য অনুযায়ী:
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কোতয়ালীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে।
⚖️ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।