নিজস্ব প্রতিবেদক: যশোর, ২৯ মে ২০২৫:
যশোরের চৌগাছা থানায় দায়ের হওয়া আলোচিত রেকছনা খাতুন হত্যা মামলার প্রধান আসামি রাকিব হোসেন ওরফে সিজারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামের মো. ছানোয়ার মন্ডলের মেয়ে রেকছনা খাতুন (৪০) ও যশোরের চৌগাছার মৃত আব্দার আলীর ছেলে রাকিব হোসেন ওরফে সিজারের মধ্যে প্রায় ৪-৫ বছর আগে বিবাহ হয়। বিবাহ পরবর্তী সময়ে পারিবারিক বিভিন্ন বিষয়ে প্রায়ই দাম্পত্য কলহ চলতে থাকে।
চলতি বছরের ১০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে এক দাম্পত্য কলহের জেরে রাকিব তার স্ত্রী রেকছনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেকছনার। এরপরই রাকিব পালিয়ে যায়।
ঘটনার দিন নিহতের পিতা ছানোয়ার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা (নং-০৭, তারিখ ১০/০৩/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড) দায়ের করেন।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং যশোর পিবিআই ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে তদন্তকারী দল—পরিদর্শক রিপন কুমার সরকার, এসআই রতন মিয়া ও এসআই রেজোয়ান—প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে গতকাল রাতে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানার মাওয়া এলাকার একটি স্কুলের সামনে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আসামি রাকিবকে গ্রেফতার করে।
রাকিব হত্যার পর আত্মগোপনে ছিল এবং তার অবস্থান শনাক্তে গাজীপুর ও চট্টগ্রামেও অভিযান চালানো হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার বিষয়টি স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করে।
পিবিআই জানায়, আসামিকে আজই যশোরের চৌগাছা আমলী আদালতে হাজির করা হয় এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে সে।