নেত্রকোনায় এনসিপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (NCP) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে সংগঠকদের এক মতবিনিময় ও আলোচনা সভা। বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টায় নেত্রকোণা পাবলিক হলে এনসিপির জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম আইনি, সংগঠক, উত্তরাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুল গাফফার ও রাফায়েল হাসান সৌরভ।

সভায় বক্তব্য রাখেন:

ইঞ্জিনিয়ার আবুল বাশার ও প্রীতম সোহাগ – সংগঠক, উত্তরাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি

ফাহিম রহমান খান পাঠান – সদস্য, জাতীয় নাগরিক পার্টি

ইঞ্জিনিয়ার শেখ জামাল আবীর – যুগ্ম সমন্বয়ক, ডিপ্লোমা প্রকৌশলী ইউনিট, জাতীয় নাগরিক পার্টি

মোঃ আশরাফুল আলম অপূর্ব – সদস্যসচিব, জাতীয় নাগরিক পার্টি, নেত্রকোণা জেলা শাখা

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি হলো মাঠপর্যায়ের সংগঠকেরা। তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে হবে। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

সভা শেষে একটি সাংগঠনিক কর্মপরিকল্পনা গৃহীত হয় এবং ভবিষ্যতে উপজেলা পর্যায়েও এ ধরনের সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *