২০২৫-২৬ বাজেটে সাংবাদিকদের জন্য বিশেষ বরাদ্দ চাইলেন বিএমএসএফ’র আহমেদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে সাংবাদিকদের প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসা খাতে পৃথক বরাদ্দের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, “সাংবাদিকতা পেশা নয়, এটা রাষ্ট্র রক্ষার একটি শক্তি। তাই বাজেটের মধ্যেই তার স্বীকৃতি থাকা উচিত।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের প্রতিটি সংকটে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণআন্দোলনে সাংবাদিকদের অবদান ইতিহাসের অংশ, যা বাজেটে প্রতিফলিত হওয়া প্রয়োজন।”

তিনি বাজেটে সাংবাদিকদের জন্য নিম্নলিখিত তিনটি খাতে বিশেষ বরাদ্দের আহ্বান জানান:

১. প্রশিক্ষণ খাত:

দেশের ৮টি বিভাগে সাংবাদিকদের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন

জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপের ব্যবস্থা

২. সুরক্ষা খাত:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন

দ্রুত বিচার সেল গঠন

সাংবাদিক সুরক্ষা তহবিল চালু

৩. চিকিৎসা খাত:

সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা চালু

সরকারি হাসপাতালে বিনামূল্যে বা সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিতকরণ

আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে হামলা, মামলা ও হুমকির মুখে পড়েন। এসব ঝুঁকি মোকাবেলার জন্য বাজেটে বাস্তব উদ্যোগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র বাঁচাতে হলে সাংবাদিকদের রক্ষা করতেই হবে”—বাজেট আলোচনায় এটি রাষ্ট্রের প্রতি প্রধান আহ্বান।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিএমএসএফ বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *