মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ অশোক বিক্রম চাকমার সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ অশোক বিক্রম চাকমা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম, ১নং খট্রা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার রহমান, ২নং বোয়ালদাড় ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, ৩নং আলিহাট ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ এমরান হোসেন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মেজর ও হাকিমপুর থানার সেকেন্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান।
সভায় বক্তারা নতুন ইউএনওর প্রতি শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।