নিজস্ব প্রতিবেদন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারের সহায়তায় সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে কৃষকরা মাঠে ধান কাটার সময় হঠাৎ তাদের চোখে পড়ে বড় আকৃতির অজগরটি। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দিলে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাপটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থল ঘিরে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয়দের ধারণা, গত অক্টোবরে হঠাৎ হওয়া বন্যায় ভারতীয় পানির ঢলে সাপটি ভেসে আসতে পারে।
ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়েছে এবং পরে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগরটি একজন সাপুড়ে ধরেছিলেন। বন বিভাগ সাপটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছে।