কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মিয়া।
এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু ও মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন কমিটির অন্তত দুই শতাধিক নেতা–কর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশ নেন।
চাইলে আমি ক্যাপশন, হেডলাইন ভ্যারিয়েশন, বা সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ ভার্সনও তৈরি করে দিতে পারি।