কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপ সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পৌরসভার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। তিনি নিজ হাতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, পৌরসভার ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব উমর ফারুক প্রমুখ।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মমেনা খাতুন (৬৫) বলেন, “হাসপাতালে যেয়ে ভিড় ঠেলে চিকিৎসা নেওয়া আমাদের মতো বয়স্ক মানুষের জন্য কষ্টকর। কিন্তু বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্পে টাকাপয়সা ছাড়াই চিকিৎসা নিতে পারলাম, অনেক উপকার হয়েছে।”

অন্যদিকে রাজমিস্ত্রি মোজাম্মেল হক (৬০) বলেন, “কাজের কারণে হাসপাতালে যেতে পারি না। কিন্তু এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে। এলাকার অনেক মানুষই উপকৃত হয়েছে।”

সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন,
“স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার। আমরা এবি পার্টির মাধ্যমে প্রত্যেক মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে চাই, যেন কেউ চিকিৎসার অভাবে কষ্ট না পায়।”

তিনি আরও বলেন, “পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের ঘরে ঘরে এই সেবা পৌঁছে দেওয়া হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *