ভালুকায় বিদেশী মদ ও যৌন উত্তেজক ওষুধসহ দুই আসামী গ্রেফতার

মো: কামরুল হাসান

ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযানে বিদেশী মদ, যৌন উত্তেজক সিরাপ ও বিপুল পরিমাণ ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভরাডোবা ক্লাবের বাজার মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করেন।

গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ সুজন মিয়া ওরফে নুরু উদ্দিন (৩০), পিতা শামছুল হক, সাং-কালিয়ানিকান্দা নতুন বাজার, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।
২. মোহাম্মদ আলী শেখ (৬০), পিতা মৃত নবাব আলী ফকির, সাং-বরজোড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমানে জয়না বাজার, শ্রীপুর, গাজীপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতসমূহ:

  • ০৬ বোতল বিদেশী মদ (ROYAL STYAL DELUXE WHISKY), পরিমাণ ৪,৫০০ এমএল, আনুমানিক মূল্য ২১,০০০ টাকা।
  • ২৩২ বোতল যৌন উত্তেজক সিরাপ, মোট ১৫,৪৮০ এমএল, মূল্য ১৩,৯০০ টাকা।
  • ২,৫০০ পিস বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট ও ক্যাপসুল, আনুমানিক মূল্য ৭৫,৫০০ টাকা।

উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ১,১০,৪০০ টাকা

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (ধারা ৩৬(১) সারণি ২৪(ক)) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (ধারা ২৫সি) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *