মো: কামরুল হাসান:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, আলোকিত সমাজ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) কলেজ রোড এলাকায় এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তিনি বলেন, “বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করতে চাই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, সমাজ থেকে অপরাধ দমন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, নিয়মিত এ কার্যক্রম পরিচালনা হলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।