পরিবেশ রক্ষায় জনসচেতনতার নতুন অধ্যায়
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে অক্সিজেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক উপপরিচালক (অ.দা.) জেড. এ. সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি এবং কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ আহামেদ।
এ সময় অক্সিজেন ফাউন্ডেশনের সভাপতি তৌফিক ওমরসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের কার্যক্রম শুধু জনসচেতনতা বৃদ্ধি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সহায়ক হবে।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
