নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার।
সভায় আরও উপস্থিত ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
জাতীয় পার্টির পক্ষ থেকে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন এবং চেয়ারম্যানের উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (যুগ্ম মহাসচিব পদ মর্যাদায়) খন্দকার দেলোয়ার জালালী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।