কুড়িগ্রাম প্রতিনিধি:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা বৃক্ষ মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ, রংপুর এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা স্মৃতি সিংহ রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে কুড়িগ্রাম বন বিভাগসহ অংশগ্রহণকারী মোট ৮টি স্টলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।