কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিনভর সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে যাত্রাপুর ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান, জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, এলাকা ব্যবস্থাপক মাহমুদুর হাসান এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উপস্থিত ছিলেন।
ক্যাম্পে কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রেসক্রিপশন, চশমা প্রদান এবং ছানি অপারেশনের পরামর্শ দেন।
ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের আমেনা বেওয়া বলেন, “আজ বিনা টেহায় ডাক্তার চোখ দেখাইলেন, আবার চশমাও দিলেন। আমার খুব উপকার হইছে।”
ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, “আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে খুশি হয়েছে। ব্র্যাকের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।”
আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, “ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখতেন, তারই অংশ হিসেবে আজ আমরা গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছি।”