কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে সেলাই ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ৪০ জন বেকার যুব মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর ও ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *