কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে মৎস্য চাষি, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ছড়ারপার সংলগ্ন খলিফার মোড় এলাকায় এ সভার আয়োজন করা হয়। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা। এছাড়াও ফিল্ড অফিসার আশরাফুল আলমসহ স্থানীয় মাছ চাষি, জেলে ও মৎস্যজীবীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অভয়াশ্রম তৈরি, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে গুরুত্ব আরোপ করা হয়।