বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস পালিত

এইচ এম আমজাদ হোসেন মোল্লা:
রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে সংগঠনের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিজেএ সভাপতি এ কে এম মহসিন, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রফিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক খোকন শিকদার, অর্থ সম্পাদক নাসিম শিকদারসহ অন্যান্য সদস্যরা।

প্রতিবছর ১৯ আগস্ট বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোকচিত্র দিবস উদ্‌যাপিত হয়। দিবসটির লক্ষ্য হলো আলোকচিত্র সাংবাদিকদের সাহসী ছবির মধ্য দিয়ে সমাজের বাস্তবতা, সংস্কৃতির বৈচিত্র্য ও সৃজনশীলতাকে বিশ্ব দরবারে তুলে ধরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ আলোকচিত্র সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ এবং একাধিক চিত্রকলাকেন্দ্র সারাদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ডিজিটাল প্রযুক্তির উন্নতির ফলে আলোকচিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তরুণরা এখন স্মার্টফোন ও ড্রোনের মাধ্যমে নান্দনিক ছবি তুলে বিশ্বকে তাক লাগাচ্ছে। এসব উদ্যোগ আগামী প্রজন্মের সৃজনশীলতাকে আরও অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার প্রথমবারের মতো আলোকচিত্র প্রক্রিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সেই থেকেই দিনটি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক আলোকচিত্র দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *