কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান পাভেল আহ্বায়ক, আইয়ুব ইসলাম শুভ সদস্য সচিব এবং হানিফ মিয়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন। আগামী ছয় মাসের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও মুখ্য সংগঠক হাফিজুর রহমান (বাবু) স্বাক্ষরিত এক পত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


ঘোষিত কমিটিতে রয়েছেন—
- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক : ১ জন
- যুগ্ম-আহ্বায়ক : ৬ জন
- সিনিয়র যুগ্ম-সদস্য সচিব : ১ জন
- যুগ্ম-সদস্য সচিব : ৮ জন
- সিনিয়র মুখ্য সংগঠক : ১ জন
- সংগঠক : ১৬ জন
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।