কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। শনিবার তিনি এ পরিদর্শন করেন।
এ সময় তিনি উপজেলার চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন। পাশাপাশি এলডিডিপি প্রকল্পের ডোমো শেড, বিভিন্ন খামার এবং মিল্ক ভিটার কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান আশিক, ভেটেরিনারি সার্জন ডা. মোছাঃ হোসনে আরা খাতুনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।