কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের সভা: সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সেবা উন্নয়ন বিষয়ক নানা আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এতে জেলার সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মস্থলে নিয়মিত উপস্থিতি ও সেবা প্রদানে সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্বাচন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *