কুড়িগ্রামে পরীক্ষায় অসদুপায়: ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

বহিষ্কৃতরা হলেন—ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন এবং সিমা খাতুন।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সদস্য সচিব আলতাফ হোসেন জানান, অভিযুক্তদের দেহ তল্লাশি করে মোবাইল ফোন ও নকল উদ্ধার করা হয়। পরে ইউএনওর নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *