নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৪ আগস্ট ২০২৫: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন চেম্বারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন ও আসাদুজ্জামান।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—বাংলাদেশ থেকে আলজেরিয়ায় তৈরি পোশাক (RMG) খাতে কোন কোন পণ্য রপ্তানি করা সম্ভব এবং আলজেরিয়া থেকে বাংলাদেশে কোন কোন পণ্য আমদানি করা যেতে পারে। পাশাপাশি কৃষি খাতের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি কৃষি খাতে বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দেন। এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদার সঙ্গে ব্যবসায়ীদের ফলপ্রসূ আলোচনা হয়। রাষ্ট্রদূত নাজমুল হুদা বাংলাদেশি ব্যবসায় উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, আলজেরিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য উন্নয়নে তিনি সব ধরনের সার্বিক সহযোগিতা করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করবেন।