সুলতান মাহমুদ রেজা, রাজশাহী ব্যুরো:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে শরীয়াহ সচেতনতামূলক বাস্তবধর্মী আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ খালেকুজ্জামান। তিনি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। গ্রাহকরা আনন্দচিত্তে তা গ্রহণ করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএসএএ ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার, ইন্টারনাল শরীয়াহ অডিট ডিভিশন (হেড অফিস) মোঃ মাহবুবুর রহমান। তিনি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে অনুপ্রেরণা জাগায়।
স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বিনিয়োগ প্রধান মোঃ বেলাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মোঃ এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তা।