ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা এবং সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। সত্য ঘটনা প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।