ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ‘জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান

২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইয়ুথনেট গ্লোবাল যুবদের নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে সংগঠনটি দেশের ৫০টি জেলা এবং বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। আরিফুর রহমানের নেতৃত্বে সংগঠনটি মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান এবং কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি লাভ করে।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, তরুণদের শক্তি, সাহস ও সচেতনতাই পারে সমাজ পরিবর্তন ও পৃথিবীকে রক্ষা করতে। তাই তিনি কাজ চালিয়ে যেতে চান, যাতে আরও তরুণ সমাজ উন্নয়নের কাজে যুক্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তিন শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *