কুড়িগ্রাম প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবা প্রাপ্তির পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি, অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নানা প্রস্তাব ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে একজন সেবা প্রত্যাশীর হাতে ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয় এবং পাঁচজন সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, জুলাই মাসের শহীদদের স্মরণে ৩৬ প্রজাতির চারা রোপণ এবং পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।