হিলি স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

দিনাজপুর প্রতিনিধি
হিলি স্থলবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “২৪টি স্থলবন্দরের মধ্যে চারটি ইতোমধ্যে বন্ধ হয়েছে। আরও চারটি বন্ধের প্রক্রিয়া চলছে। যেসব স্থলবন্দর থেকে সরকার রাজস্ব পায় না, সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে। হিলি স্থলবন্দরের সমস্যাগুলোও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।”

তিনি আরও জানান, কিছু স্থলবন্দর বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে সরকারের ভাবনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুন কুমার বিশ্বাস, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহ্, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল ইসলাম, হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর ইসলাম, হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত শিল্পী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *