কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি রওশন আরা বেগম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আমানত উল্লাহ ফাহাদী, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা আব্দুল মতিনসহ সমিতির মোট ৩৫ জন শিক্ষক সদস্য।