মোঃ সিয়াম | ঢাকা আলিয়া প্রতিনিধি
ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গ্রহণ করেছে এক অনুকরণীয় পদক্ষেপ। প্রতিষ্ঠানটির মূল ফটকের পাশে স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার প্ল্যান্ট, যা শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নয়—সাধারণ পথচারীদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে।
এই মহতী উদ্যোগের পেছনে রয়েছেন মাদ্রাসার অধ্যক্ষের দূরদর্শী নেতৃত্ব ও মানবিক চিন্তাভাবনা। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হলেও, এখন সে সমস্যা কাটিয়ে স্থায়ী সমাধান এসেছে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায়।
নতুন ফিল্টার প্ল্যান্টটি প্রতিদিন বিপুল পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম, যা শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও সহজপ্রাপ্য হয়ে উঠেছে। ফলস্বরূপ, শিক্ষার্থীরা এখন পড়াশোনায় আরও মনোযোগী এবং সচেতন হয়ে উঠছে।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানায়,
“আগে বাইরে থেকে পানি কিনে খেতে হতো কিংবা বাসা থেকে বোতলে করে আনতে হতো। এখন মাদ্রাসার গেটেই বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় অনেক সুবিধা হয়েছে। অধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এই পানির সুবিধা সবার জন্য উন্মুক্ত, যা প্রমাণ করে প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার আলোই ছড়াচ্ছে না, বরং সমাজকল্যাণেও রয়েছে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ বলেন,
“শিক্ষার্থীদের সুস্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পারাটা তাদের প্রতি আমাদের দায়িত্ব। আশা করি, এই উদ্যোগ তাদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং মাদ্রাসার পরিবেশ আরও স্বাস্থ্যকর থাকবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আমরা আরও নতুন নতুন পদক্ষেপ নেব।”
এই কার্যক্রম মাদ্রাসার জনকল্যাণমুখী মনোভাব ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। শুধু একটি পানির ফিল্টার নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাজবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে।
অধ্যক্ষের বিচক্ষণ নেতৃত্বে বাস্তবায়িত এই জনহিতকর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।