কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানকালে অভিযুক্ত মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবা, নগদ ৯,৯০০ টাকা, ৮টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথ টহল দল।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতেও চলবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *