কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। দিবসটির বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আয়োজন করা হয় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ।

সোমবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভগিরভিটা গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও এবি পার্টির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুড়িগ্রাম জেলায় ৯ জন শহীদ হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও অনেক শহীদের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তীব্রতর হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *