নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ০৫ আগস্ট ২০২৫
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) এবং মোঃ সাজিম (৩১)।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। অভিযানে কামাল ও সাজিমকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি .৩২ বোর রিভলবার, দুই রাউন্ড গুলি এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।