নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ (০৪ আগস্ট ২০২৫ খ্রি.) দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
👉 অভিযান ১: তথ্য আপা প্রকল্পে অনিয়মের অভিযোগ
জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়নাধীন “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়)” শীর্ষক প্রকল্পে নানাবিধ অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রকল্প পরিচালকের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যয় সংক্রান্ত নথিপত্র ও প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দলিলাদি সংগ্রহ করা হয়। পরবর্তীতে এসব রেকর্ড বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ২: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম
চিকিৎসাসেবা সংক্রান্ত হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা কার্যালয় থেকে পরিচালিত এক অভিযানে দেখা যায়, হাসপাতালটিতে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। কর্তব্যরত এমবিবিএস চিকিৎসকের অনুপস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোগী দেখছেন, যা চিকিৎসা সেবার মানকে প্রশ্নবিদ্ধ করছে।
এছাড়াও, রোগীদের জন্য বরাদ্দ রুই মাছের স্থানে নিম্নমানের তেলাপিয়া মাছ সরবরাহ করা হচ্ছে এবং খাদ্যের পরিমাণও কম। এসব অনিয়ম নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে।
👉 অভিযান ৩: জয়দেবপুর রেলস্টেশনে টিকিট কেলেঙ্কারি
জয়দেবপুর রেলস্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও যাত্রীসেবা সংকটের অভিযোগে গাজীপুর জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
এ সময় যাত্রীবেশে টিকিট কিনতে গিয়ে দেখা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিটে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। যাত্রী বিশ্রামাগারের চেয়ার ভাঙা ও পরিবেশ অত্যন্ত নোংরা অবস্থায় ছিল।
কর্তব্যরত স্টেশন মাস্টারকে তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে অবহিত করা হয় এবং স্টেশন এলাকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের সুপারিশসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখিত তিনটি অভিযানের ক্ষেত্রেই সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পর্যালোচনার পর কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে দুদক সূত্রে জানানো হয়েছে।