নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ০৪ আগস্ট ২০২৫ খ্রি.
রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি (২৬) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা।
সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৩:৩০ মিনিটে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুমায়ুন কবির ওরফে রনি একজন পেশাদার ছিনতাইকারী এবং মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তার বিরুদ্ধে উল্লিখিত তিন থানায় ছিনতাই, চুরি ও মাদকের অন্তত ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই পেশাদার অপরাধী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।