ডিবির অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ০৪ আগস্ট ২০২৫ খ্রি.
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী, তেজগাঁও, লালবাগ, সাইবার ও মতিঝিল বিভাগীয় টিমগুলো। গ্রেফতারকৃতরা বিভিন্ন থানার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা ছিলেন।

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:
১. সুলতানা আহমেদ লিপি (৪৬) – কদমতলী থানা সংরক্ষিত মহিলা কাউন্সিলর
২. শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮) – সাবেক এমপির এপিএস
৩. শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০) – পলাশবাড়ী কৃষক লীগ নেতা
৪. কামাল পাশা চৌধুরী (৬৫) – অনলাইন আওয়ামী এক্টিভিস্ট
৫. মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩) – কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
6. মোঃ মতলব মুন্সী (৫৫) – ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ নেতা
৭. মোঃ রমিজ উদ্দিন সরকার (৫৮) – দেবিদ্বার উপজেলার সাবেক আওয়ামী লীগ সভাপতি
৮. মো: আইয়ুব আলী তরফদার (৪৭) – সারিয়াকান্দি উপজেলা যুবলীগ সভাপতি
৯. সাইদুর রহমান টিটু (৪৮) – বংশাল থানা যুবলীগ সহ-সভাপতি
১০. সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) – তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ নেতা
১১. মোঃ আরিফুল ইসলাম (৩৮) – ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি

গ্রেফতারের সময় ও স্থান:

  • রবিবার (৩ আগস্ট) কদমতলী এলাকা থেকে সুলতানা লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।
  • শাহ মুহাম্মদ সবুর ও শাহ বিপুলকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।
  • ব্লগার কামাল পাশাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।
  • মগবাজার এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেফতার করে ডিবি লালবাগ।
  • পল্লবী থেকে মতলব মুন্সীকে এবং বংশাল এলাকা থেকে টিটুকে গ্রেফতার করে ডিবি সাইবার ও লালবাগ বিভাগীয় টিম।
  • সোমবার (৪ আগস্ট) রাতে আরিফুল ইসলাম, সৈয়দ আমানউল্লা, রমিজ উদ্দিন ও আইয়ুব আলীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগ:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, উস্কানিমূলক বক্তব্য প্রচার, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। কেউ কেউ অনলাইনে রাষ্ট্রবিরোধী ও উগ্র বক্তব্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন বলে জানিয়েছে ডিবি।

পরবর্তী পদক্ষেপ:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং আরও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *