কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
“ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, এবি পার্টির আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সাথে পালনের জন্য নানা প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *