ভুক্তভোগী বিধবা নারী থানায় অভিযোগ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর
মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ‘সোনার পুতুল’ বলে পিতলের পুতুল দেখিয়ে এক বিধবা নারীর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন NPS গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ত্রিশাল উপজেলা শাখার সহ-সম্পাদক ফয়জুল রহমান এবং তার সহযোগী তাজামুলসহ একটি চক্র।
ভুক্তভোগী হারেছা বেগম জানান, প্রথমে ব্যবসার কথা বলে ফয়জুল ও তাজামুল তার কাছ থেকে ২৮ লাখ টাকা নেন। এক বছর পর টাকা ফেরত চাইলে তারা জানান, তার ঘরের নিচে একটি সোনার পুতুল রয়েছে, যা কবিরাজ দিয়ে বের করতে হবে। এ জন্য কবিরাজকে ১০ লাখ টাকা দিতে হবে এবং পুতুলটি বিক্রি করলে প্রায় ১ কোটি টাকা পাওয়া যাবে—এমন আশ্বাস দেওয়া হয়।
ভুক্তভোগী আরও জানান, “প্রথমে বিশ্বাস করে টাকা দেই, কিন্তু পরে যে পুতুল বের করে দেখানো হয় সেটি সোনার নয়, পিতলের। বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তারা আমাকে হুমকি দিতে শুরু করে।”
এ ঘটনায় ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, এই প্রতারণার ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।