মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরের শূন্যরেখায় (জিরোপয়েন্ট) অনুষ্ঠিত হয়েছে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী অঞ্চল) শ্রী মনোজ কুমার।
গত বুধবার (৩০ জুলাই) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা ও বিদ্যমান জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ:
ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যবসায়ী আলাউদ্দিন ও রাজেশ আগারওয়াল, যাদের সঙ্গে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন—
- হিলি কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট
- হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান
- সাধারণ সম্পাদক শাহিন মন্ডল
- আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক
- যুগ্ম সম্পাদক এএসএম রেজা বিপুল
- ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ীগণ
সৌজন্যতা ও নিরাপত্তা:
ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থাপনায় ছিলেন হাকিমপুর থানার তদন্ত পরিদর্শক এস. এম. জাহাঙ্গীর আলম।
সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে পুরো কার্যক্রম কাভার করেন।