“ভোট বিক্রি করলে খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর” — কুড়িগ্রামে এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল

কুড়িগ্রাম প্রতিনিধি:
“আপনার ভোট মহামূল্যবান। যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে আপনারা খাবেন একদিন, আর সেই এমপি খাবে পাঁচ বছর।”—এভাবে জনগণকে সতর্ক করলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিনটি মূলনীতিকে ধারণ করে বৃহস্পতিবার (৩১ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মইদিপুর মাঠের পাড় বাজার সংলগ্ন এলাকায় এবি পার্টির আয়োজনে নির্বাচনী আলোচনা সভা, নতুন কর্মী যোগদান এবং ভোগডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন আরও বলেন,

“এদেশের মন্ত্রী-এমপিরা বিদেশে গিয়ে লুকিয়ে আছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে, সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ করে দিয়েছে—এই সব আমাদেরই কষ্টার্জিত টাকায়। এখন সময় এসেছে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার।”

উপস্থিতি ও নেতৃত্ব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার অন্তত দুই শতাধিক স্থানীয় মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নতুন কর্মীদের যোগদান অনুষ্ঠান এবং ভোগডাঙ্গা ইউনিয়নের এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দলীয় বার্তা

সভাপতির বক্তব্যে ডাঃ নজরুল জনগণকে আহ্বান জানান এবি পার্টিকে ভোট দিয়ে সাম্য, মানবিকতা ও ন্যায়ের সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য। তিনি বলেন,

“আমরা এদেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে এসেছি। এবি পার্টি রাজনীতি করবে নীতির ভিত্তিতে, লুটপাটের নয়।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *