চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে চোরাইকৃত ৮৪০ কেজি কিসমিসসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে ডেলিভারি পয়েন্ট থেকে এসব মালামালসহ আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. আব্বাস (২৫), মো. নাজমুল হোসেন ভূঁইয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৫)। এছাড়াও মো. হোসেন (২৭) সহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, একটি কাভার্ডভ্যান (রেজি: চট্টগ্রাম-ট-০৫-০৩৭৯) এ করে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের কিসমিস (৮৪০ কেজি) লোড করে ডেলিভারি পয়েন্টে আসে অভিযুক্তরা। মালিক পক্ষের প্রতিনিধি মো. শাহ আলম পণ্যের উৎস ও বৈধতা জানতে চাইলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং বৈধ কাগজপত্রও প্রদর্শন করতে ব্যর্থ হয়।
পরে সংবাদ পেয়ে বন্দর থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে চোরাইকৃত মালামালসহ তিনজনকে আটক করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে।
এ ঘটনায় বন্দর থানায় মামলা নং-১৯, তারিখ-৩০/০৭/২০২৫, ধারা ৩৭৯ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।