কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ কার্যক্রম শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের ৪১ জন দরিদ্র মহিলাকে দক্ষ করে তুলতে শুরু হয়েছে সেলাই ও হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪১ জনের মধ্যে ২০ জন সেলাই এবং ২১ জন হস্তশিল্প প্রশিক্ষণ নিচ্ছেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তারা যাতে নিজেরা আয়ের উৎস তৈরি করতে পারে, সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি এনজিও ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে এগিয়ে আসার জন্য।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *