নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৩১ জুলাই ২০২৫:
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন নিজ হাতে মালিকদের মধ্যে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ‘মোবাইল ফোন উদ্ধার টিম’ জিডি করা ফোনগুলোর তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে উপস্থিত মালিকদের মধ্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা ডিএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এত দ্রুত ও আন্তরিকভাবে হারানো মোবাইল ফিরিয়ে দেওয়ায় তাঁরা অভিভূত।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা জানান, প্রযুক্তিনির্ভর তদন্ত ও সাধারণ ডায়েরির তথ্য সঠিকভাবে বিশ্লেষণের ফলে মোবাইল উদ্ধার প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ও সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।